সারা দেশের ন্যায় বুধবার চারঘাট উপজেলাতেও ৮টি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে ২০১২ সালের মাধ্যমিক স্কুল সাটিফিকেট(এস এস সি) দাখিল ও এস এস সি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় নকল করার অপরাধে ওমরগাড়ি ভোকেশনাল কেন্দ্রে ৫জন ছাত্র বহিস্কার হয়েছে। 

সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কোন অঘটন ছাড়ায় শান্তিপূর্ন ভাবে পরীক্ষা শেষ হয়েছে। চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫শ ৬৩ জন, ১ জন অনুপস্থিত। সরদহ পাইলট উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী  ৪শ ৬৪ জন। নন্দনগাছি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩শ ৬৬  জন।

ওমরগাড়ি ভোকেশনাল মোট পরীক্ষার্খী ৩শ ২৫ জন । ইউসুফপুর সালেহা শাহ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২শ ৭৯ জন। জোতকার্তিক উচ্চ বিদ্যালয়ে ২ শ ১৩। হাবিবপুর দাখিল মাদ্রাসা ২শ ৬৩ জন ও ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ে ২শ ৪০ জন। মোট ৮টি কেন্দ্রে ২ হাজার ৭ শ ১২ জন পরীক্ষার্খী অংশ গ্রহন করেন। পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন ভিজিল্যান্স টিম, বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন জানান,’’ উপজেলার সকল কেন্দ্রগুলোতে দুই একটা ছোট খাট ঘটনা ছাড়া শান্তি পূর্ন ভাবে পরীক্ষা অনুষ্টিত হয়েছে।

পরীক্ষায় নকল করার অপরাধে ওমরগাড়ি ভোকেশনাল কেন্দ্রে ৫জন ছাত্র বহিস্কার হয়েছে।

ইউনাইটে নিউজ ২৪ ডট কম/মেহেদী/রাজশাহী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here