জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে সোমবার এক ব্যক্তিকে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো উপজেলার মথুরাপুর গ্রামের খন্দকার আফাজ উদ্দিন মাষ্টারের ছেলে কেএম মানিক হোসেন (২৯)।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ এদিন দুপুরে মথুরাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ পুড়িয়া গাঁজাসহ মানিক হোসেনকে গ্রেফতার করেন। পরে তাকে দোষী সাব্যস- করে এই কারাদণ্ড প্রদান করেন।