সৈয়দ মাহমুদ শাওন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ::
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ সুমন আহমেদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম, টেক ল্যাব বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আজাদুর রহমান আজাদ, পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমেদ, উপাধ্যক্ষ ওমর ফারুক, ইন্সট্রাক্টর (নন-টেক) ও সভাপতি বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি আব্দুল কাইয়ুম, এ্যালামনাই এসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক, ইন্সটিটিউট শাখার আব্দুল জব্বার,চিফ ইন্সট্রাক্টর (টেক) ফুড ড.মোঃ আরিফুল ইসলাম,চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) অহিদুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর দূর্গা চরন রায়, চিফ ইন্সট্রাক্টর আফিদা রহমান, ডুয়েটে অধ্যায়নরত শিক্ষার্থী দীন মোহাম্মদ ও বিদায়ী শিক্ষার্থী বৃন্দ।
বিকাল তিনটা হতে সন্ধ্যা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here