মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বিজ্ঞান চর্চা ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ স্লোগানে এর উদ্বোধন করা হয়।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার -২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিক্ষা ও আইসিটি মোঃ আহমেদ মাহাবুব-উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ।
এসময় প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা উপস্থিত ছাত্র/ ছাত্রীদের বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন করার কথা বলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মেলায় ৩৭ টি স্টল রয়েছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করেন। আলোচনা সভা শেষে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন।
শেষে মেলায় অংশ নেয়া ৩৭ টি স্টোল পরিদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।