আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যসহ একজন কে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১ কেজি ১২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) এবং নগদ-২ হাজার টাকাসহ বুধবার রাত ৯টার দিকে আটক হয় নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বিলকরিল্লা শিলাল পাড়ার মোঃ আফছার শিলালের ছেলে মোঃ ইব্রাহিম (শিলাল) (৩০)।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল ২৩ আগস্ট রাত ৯টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামস্থ নাচোল হতে রাজবাড়ী গামী পাঁকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এসময় বিদেশী পিস্তল-১টি, ম্যাগাজিন-২টি, গুলি-৩ রাউন্ড, বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) ১ কেজি ১২০ গ্রাম এবং নগদ -২০০০/- টাকা সহ মোঃ ইব্রাহিম (শিলাল) কে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী নওগাঁর মান্দা থানার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্র এবং
বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে একটি ভ্যানে চালক হিসেবে বহন করে নিয়ে যাচ্ছে। এসময় ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উদ্ধারকৃত আলামত সংগ্রহ করে নিজ দায়িত্বে মান্দা ফেরি ঘাটে পৌঁছে দেয়ার কথা স্বীকার করে।

উল্লেখ্য, ভিন্ন দুটি মামলায় আসামী প্রায় এক বছর চার মাস কারাদন্ড ভোগ করে। জেলে থাকাকালীন অজ্ঞাত এক অস্ত্র ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। এ অবৈধ লেনদেনের পরিকল্পনা সেখানেই করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here