মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সবিনয় রায় (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার মালোপাড়া মহল্লার মৃত অচিন্ত রায় এর ছেলে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম গোলাম জাকারিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,সবিনয় রায় পায়ে হেঁটে সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হন সবিনয় রায়। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি গোলাম জাকারিয়া আরও জানান,মরহেদ হাসপাতালের মর্গে রয়েছে।
ওসি জানান, মোটরসাইকেল চালক মো.জুবায়ের (২৫) এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো.হাসান আলীর ছেলে ।