মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ওমর আলী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খোসাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওমর আলী উপজেলার খোলাস পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা বলেন, বিকেলের দিকে বাড়িতে না জানিয়ে অন্য শিশুদের সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে যায় ওমর। এসময় পা পিছলে ঘাটে বেঁধে রাখা বালু তোলার এস্কেভেটরের নিচে পড়ে যায় এই শিশু। এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here