মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চাঁপাইনবাবগঞ্জ আন্ত:জেলা চোর চক্রের চারজনকে আটক করেছে পুলিশ। ভোলাহাট সদর ইউনিয়নের ইমামনগর ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ইমামনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শহিদুল (২৮), ধরমপুর গ্রামের সবুর আলীর ছেলে মো: সাখাওয়াত হোসেন সম্রাট (২৪), আলী সাহাসপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো: মোরসেদ আলী, শিবগঞ্জ উপজেলার পিরজপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো: সুমন আলী (২৫)। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৪ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে ১ এপ্রিল তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।