মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত দুইজন শিক্ষার্থীদে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকালে পাঠানপাড়া বাক্সপট্টি এলাকায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়টির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সদর উপজেলা প্রকৌশলী নুর নাহার, সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জন পলাশ হাজদা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু।
আয়োজিত অনুষ্ঠানে পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত ৯ জন উত্তীর্ণ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে।
শেখ হাসিনা সরকারের উন্নয়নের অবদান তুলে ধরে এমপি আব্দুল ওদুদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। জেলায় দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিদ্যালয় চার তলা ভবন পেয়েছে। নিম্ন এর পরিবারে জন্ম নেয়া ছাত্রদের উপবৃত্তি ও সাধারণ বৃত্তের ব্যবস্থা করে দিয়েছেন এ সরকার। যাতে তারা নির্বিঘ্নে পড়ালেখা করতে পারে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।