মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বৃষ্টিস্নাত সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। পরে নূর মোহাম্মদ খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি’র বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শহীদ উদ্দীন আল হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ শাহ আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সম্পাদক মোঃ দুরুল হোদা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মেসবাহুল আলম, ছাত্রনেতা এ কে এম আনোয়ার হোসেন, গোবিন্দ চ্যাটার্জী প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব শিক্ষক দিবসটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। শিক্ষকরা শুধু মানুষ গড়ার কারিগর নয়, জাতি নির্মাণের অভিভাবক। তারা মেধা-জ্ঞানসম্পন্ন ও নীতি-আদর্শের প্রতীক হলে জাতির ভবিষ্যৎ ভালো হতে বাধ্য।