আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সোনামসজিদ এলাকায় বিদ্যুতায়িত হয়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার(৩০ জুলাই)সকালে সোনামসজিদ- চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কের শিবগঞ্জ উপজেলার কায়লারদিয়াড়ে একটি ওয়ে ব্রীজ নির্মান কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিফাত আলী(১৯)।

প্রত্যক্ষদর্শী ও নির্মান শ্রমিক নাজমুল হোদা জানান, প্রতিদিনের ন্যায় তারা সকালে কয়লাবাড়ি এলাকায় পণ্যবাহী ট্রাকের ওজন
নিয়ন্ত্রনের জন্য নির্মাণধীন একটি ওয়ে ব্রীজের কাজ করছিলেন। ওয়েব্রীজের কাছে সদ্য নির্মিত একটি ড্রেনে বৃষ্টির পানি ধরে
থাকলে রিফাত একটি পাম্প দিয়ে ধরে থাকা পানি নিষ্কাশনের জন্য পাম্পে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিল। এ সময় সে বিদ্যুতায়িত হয়ে
গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর ডাক্তার রিফাতকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ডা: নওশীন বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুৎইষ্পৃষ্ট হয়ে নিহত এক শ্রমিক কে হাসপাতালে আনা হয়েছেল। পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তবে বিষয়টি জানতে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি মো: লিটনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের হোসেন বিদ্যুতায়িত হয়ে একজনের মারা যাবার বিষয়টি নিশ্চিত
করেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here