মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এ সময় ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের ব্যবস্থাপনায় বিভিন্ন বয়সী রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ (৫৯ বিজিবি) ব্যাটলিয়নের এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বেসামরিক মেডিকেল অফিসার ডাঃ মো কাওসার আহমেদসহ মেডিকেল সহকারীর সমন্বয়ে ব্যাটালিয়ন সদরের সম্মুখে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।