আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
সোনামসজিদ মহদিপুর দিয় আমদানী ও রপ্তানীর গতি বাড়াতে ও বিভিন সমস্যা সমাধানে বাংলাদশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার দুপুর চাঁপাইনবাবগঞ্জ টাওন ক্লাব অডিটারিয়ামে এই সভায় প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার রাজশাহী শ্রী মনোজ কুমার।
বিশেষ অতিথি হিসবেমালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স এর সভাপতি জয়ন্ত কুন্ডু ও সাধারণ সম্পাদক উত্তম বাসাক ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারর আয়োজনে সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানির গতি বাড়াতে এবং বিভিন সমস্যাগুলা চিহ্নিত করে সমাধানর লক্ষ্যে ৩৭ সদেস্যর একটি প্রতিনিধি দল সভায়
অংশ নিয়েছেন।
যৌথ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মাঃ আব্দুল ওয়াহেদ। বিশষ অতিথি ছিলন রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর যুগ্ম কমিশনার মোঃ হাসনাইন মাহমুদ, ৫৯ বিজিবি’র সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ চম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবুসহ চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক ও ব্যবসায়ীরা। সভায় সোনামসজিদ ও ভারতর মহদিপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির বিভিন সমস্যা নিয়ে আলাচনা হয়।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ টাওন ক্লাব এর অন্য একটি হল রুমে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজশাহী শ্রী মনোজ কুমার এর সহধর্মীনি রাজি কুমার ফিতাকেটে নারী উদ্যাক্তা মেলার উদ্বাধন করেন।