মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ সাটু হল অডিটোরিয়ামে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার রেজাউল করিম, সিভিল সার্জন ডাঃ মাহমুদুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক আব্দুর রাহিম, আন্দোলনে নিহত তারেকের পিতা আসাদুল ইসলাম, আহত ইমাম হোসেন প্রমুখ।
এসময় জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে নিহত ২ জনের পরিবারের সদস্যরা ও ১১ জন আহতরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা গভীর শ্রদ্ধাভারে নিহতদের স্মরণ করেন এবং আন্দোলনের চেতনাকে ধারন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে নিহত ২জনের প্রত্যেক পরিবারকে ১লাখ টাকা করে ও আহত ১১ জনকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়। জেলা পরিষদের পক্ষ থেকে এ অর্থ সহায়তা দেয়া হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।