মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ পালিত হয়েছে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং চেতনা মানবিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে কালেক্টরেট শিশু পার্কে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে অংশগ্রহণকারী ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের শিশুদের নিয়ে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন কালেক্টরেট শিশু পার্ক ঘুরে বেড়ান এবং শিশুরা বিভিন্ন রাইডে উচ্ছ্বসিত সময় কাটায়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ মঞ্জুরুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী প্রমুখ।