আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
সারাদেশের সাথে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের ৫১২টি কেন্দ্রে রবিবার সকাল ৮টায় সকল কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় এবং শান্তিপূর্ণভাবে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা কেন্দ্রে আসেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের নৌকার প্রার্থীগণসহ স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকা প্রতীক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল শিবগঞ্জের মনাকষায় নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীক, সাবেক এমপি গোলাম রাব্বানী কেটলি প্রতীকসহ অন্যান্য প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান গোমস্তাপুর উপজেলার উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ঈগল প্রতীকসহ অন্যান্য প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকা প্রতীক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস মহারাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সকলকে নিয়ে ভোট দিয়েছেন, বিএনএম’র প্রার্থী নোঙ্গর প্রতীক মাওলানা আব্দুল মতিনসহ অন্যান্য প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে।
এদিকে, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালে জেলায় কোনে প্রভাব পড়েনি। ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত জেলার ভোট কেন্দ্রগুলোতে ভোট গণনার কাজ চলছিলো। জেলার ৩ টি আসনে আওয়ামীলীগ, স্বতন্ত্র সহ ৬ টি দলের ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান রবিবার ভোট কেন্দ্র পরিদর্শণ শেষে বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে জেলার সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও ভালো। ভোটাররা স্বতঃষ্ফুর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।
পরিদর্শনকালে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো: ছাইদুল হাসান পিপিএম- সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। জেলার সকল কেন্দ্রের ভোট গণণা শেষে ফলাফল
ঘোষণা করবেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩ টি আসনে ৫টি উপজেলা এবং ৪টি পৌরসভায় ভোটকেন্দ্র: ৫১২ টি। ভোটকক্ষ: ৩০১১ টি (স্থায়ী: ২৮৫৪, অস্থায়ী: ১৫৭), মোট ভোটার: ১৩,৪৫,৩৮৩ জন। এর মধ্যে পুরুষ: ৬,৭৮,৩৩৫ জন, মহিলা: ৬,৬৭,০৪৭ জন, হিজড়া: ১ জন), নির্বাচনী দায়িত্বে রয়েছেন-প্রিজাইডিং অফিসার: ৫১২ জন, সহকারী প্রিজাইডিং অফিসার: ৩০১১ জন, পোলিং অফিসার: ৬০২২ জন। মোট নির্বাচনি কর্মকর্তা: ৯৫৪৫, আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট: ২০ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ৭ জন, ইলেক্টোরাল ইনকোয়ারী কমিটি: ৩ জন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল: ১০ জন, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম: ১৩ জন এবং নির্বাচন মনিটরিং টিম: ২৪ জন। কেন্দ্রের বাইরে ১১ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করছেন। শনিবার সদর ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্তর থেকে নির্বাচনী সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়। চাঁপাইনবাবগঞ্জ (সদর)-৩ আসনে ১১টি ও চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের ৫টি দূর্গম কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল বিতরণ হলেও অন্যান্য কেন্দ্রে ব্যালট পেপার পাঠানে হয় রবিবার সকালে।
জেলা নির্বাচন অফিস সুত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে পুরুষ ভোটার-২ লক্ষ ৪১ হাজার এবং মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৮৮। মোট ভোটার-৪ লক্ষ ৭১ হাজার ৮৮জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসননে পুরুষ ভোটার-২ লক্ষ ১৪ হাজার ১৮২ এবং মহিলা ভোটার-২ লক্ষ ১৬ হাজার ৮৫৬। হিজড়া ভোটার-১ জন। মোট ভোটার-৪ লক্ষ ৩১ হাজার ৩৯ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পুরুষ ভোটার-২ লক্ষ ২৩ হাজার ১৫৩ জন এবং মহিলা ভোটার-২ লক্ষ ২০ হাজার ১০৩ জন। মোট ভোটার-৪ লক্ষ ৪৩ হাজার ২৫৬জন। চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে পুরুষ ভোটার-৬ লক্ষ ৭৮ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার-৬ লক্ষ ৬৭ হাজার ৪৭। হিজড়া ভোটার-১। মোট ভোটার-১৩ লক্ষ ৪৫ হাজার ৩৮৩।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মোট প্রার্থী ৭ জন। এর মধ্যে নৌকা প্রতীক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীক, সাবেক এমপি গোলাম রাব্বানী কেটলি প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হুদা মোমবাতি প্রতীক, এনপিপির প্রার্থী আব্দুল হালিম আম প্রতীক, বিএনএফের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু টেলিভিশন প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ভোট যুদ্ধ করছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট প্রার্থী ৫ জন। এর মধ্যে নৌকা প্রতীক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ঈগল প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ডাব প্রতীক, বিএনএফের প্রার্থী মো. আজিজুর রহমান টেলিভিশন প্রতীক এবং জাতীয় পার্টির প্রার্থী মোহা. আব্দুর রশিদ লাঙ্গল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট প্রার্থী ৪ জন। এর মধ্যে নৌকা প্রতীক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস, বিএনএম’র প্রার্থী মাওলানা আব্দুল মতিন নোঙ্গর প্রতীক, বিএনএফ প্রার্থী কামরুজ্জামান খান টেলিভিশন প্রতীক এবং এনপিপি’র প্রার্থী নাহিদুজ্জামান আম প্রতীক নিয়ে ভোট যুদ্ধ করছেন। জেলার ৩টি আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনকে বেছে নিয়েছেন জেলার ১৩ লাখ ৪৩ হাজার ভোটার। তবে সেটা জানার জন্য জেলাবাসীকে অপেক্ষা করতে
হবে ভোট গণণা শেষ হওয়া পর্যন্ত।