মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বারঘোরিয়া ব্রিজ চত্ত্বরে এ কর্মসূচি পালন করে গণঅধিকার পরিষদ।
সকাল ১০ টার দিকে গণঅধিকার পরিষদের নেতারা ছোট-বড় যানবাহনের চালকদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে জানানো হয় ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মহানন্দা সেতুতে এখনো টোল নেয়া হয়েছে। অথচ এ সময়ের মধ্যে সেতুর নির্মাণ ব্যয়ের কয়েকগুন টাকা আয় হয়েছে টোল থেকে। এ অবস্থায় জনসাধারণের কথা ভেবে সেতুটি টোলমুক্ত করা উচিত।
এদিকে মানববন্ধনের পর সেনাবাহিনীর উপস্থিতিতে টোল আদায় সাময়িকভাবে বন্ধ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারো টোল আদায় শুরু হবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here