মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা লক্ষীপুরে সড়ক দুঘটনায একজন নিহত এবং ৫ জন আহত হযেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকরামপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮)।
একই ঘটনায় আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের হুময়ুুন কবির(৪৫) ও তার মেয়ে ফাতেমা খাতুন(১৬), একই এলাকার সালমা খাতুন (১৭) এবং টিকরামপুর মহল্লার নিহত মান্নানের কন্যা মরিয়ম খাতুন(১৫), স্ত্রী মোসা সুলেখা খাতুন(৩৬)।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আব্দুল মান্নান ও তার স্বজনরা একটি প্রাইভেট কারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নাচোলে যাবার সময় নাচোল উপজেলার লক্ষীপুর এলাকয় চলন্ত একটি ভ্যান গড়ির চাকা খুলে গেলে ঐ ভ্যান গাড়িটিকে সাইড দিতে গিযে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ভ্যান গাড়ির যাত্রী মান্নান নিহত এবং ৫ জন আহত হয়।।
পরে স্থানীয়দের সহায়তায় নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে নিলে কতব্যরত চিকিৎসক আব্দুল মান্নান কে মৃত ঘোষণা করেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে নাচোল থানা ওসি মিন্টু রহমান একজনের নিহতের বিষযটি নিশ্চিত করেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। তিনি আরো জানান, প্রাইভেট কার এবং ভ্যান গাড়িটি ঘটনাস্থলেই মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে রয়েছে এবং তাদের হেফাজতে রয়েছে।