এ কে এম শাহেদ, চাঁদপুর
চাঁদপুরে সর্বজনীন বিজয় উৎসবের মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। সকল প্রসত্ততি সমপন্ন করে ২ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য অঙ্গীকার সম্মুখে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স’ান চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য ও সাংসদ মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের সহধর্মিণী ছায়েরা খাতুন।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান এডঃ শেখ আব্দুল লতিফের সভাপতিতে ও মহাসচিব এড বদিউজ্জামান কিরণ এবং যুগ্ন মহাসচিব মজিবুর রহমান ভুইয়ার যৌথ সঞ্চালনায় উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এম পি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা।
বক্তব্য রাখেন পুলিশ সুপার শহীদ উল্লাহ চৌধুরী পিপিএম, প্রবীণ রাজনীতিবিদ জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল হক বাচ্চু মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ,জেলা আ’লীগের সাঃ সমপাদক বীরমুক্তিযোদ্ধা আবু নইম পাটোয়ারী দুলাল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার , মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাবেক চেয়ারম্যান এড জহিরুল ইসলাম ,সাবেক মহাসচিব এড সলিম উল্লাহ সেলিম প্রমুখ ।
১৯৯২ সালে চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ সূচনা হয়। তার ধারাবাহিকতায় এ বছর বিজয় মেলার গৌরবের ২০ বছর এবং বিজয়ের ৪০ বছর উদ্যাপন করার লক্ষে এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রাঙ্গণটিকে নতুনভাবে সাজানো হয়েছে। বিশাল পরিসরে নেয়া বিজয় মেলাতে ১শ ৪০টি বাণিজ্যিক স্টল, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ স্টল এবং মেলার মূল ফটকের দু’পাশে ২১টি মিনি স্টল প্রসত্তত করা হয়েছে।
এ মেলার সবচে’ আকর্ষণীয় কর্মসূচি হচ্ছে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের লোমহর্ষক কাহিনী নিয়ে মুক্তিযোদ্ধা, মুুক্তিযুদ্ধের সংগঠকদের স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণে অংশ নেবেন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং দেশবরেণ্য সাংবাদিকবৃন্দ ।