চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীত্ব দায়িত্ব নেয়ার ৩ বছর পর চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও যুবলীগের সাথে প্রথম বারের মতো মতবিনিময় সভায় মিলিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। গত ৩ ডিসেম্বর সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নোতাকর্মীদের সাথে এবং গত শুক্রবার রাত ১০টায় একই স্থানে জেলা যুবলীগের নেতাকর্মীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি রুদ্ধতার মতবিনিময় সভা করেন।
সভা সুত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী। সভার শুরুতে ৪/৫জন নেতাকর্মী বক্তব্যের তোপের মুখে পড়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি সভা মুলতবী করে স্থান ত্যাগ করেন বলে জানা যায়। সভা সূত্রে আরো জানায়, সভার শুরুতে জেলা আ’লীগের নেতাকর্মীরা পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন ৩ বছরের মধ্যে কি কারণে দলীয় নেতাকর্মীদের সাথে কোন প্রকার সভা করা হয়নি এবং আমাদেরকে দূরে সরিয়ে রেখেছেন। তারা আরো বলেন, শুধু মাত্র হাতে গুনা কয়েকজন নেতা চাঁদপুর জেলার সকল কিছু নিয়ন্ত্রণ করছে। সেখানে জেলা আ’লীগের কোন প্রকার কর্তৃত্ব নেই কেন। ফলে দলের ত্যাগী সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আর নতুন আ’লীগরা সকল প্রকার সুবিধা গ্রহণ করছেন।
মতবিনমিয় সভার বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এবং সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীর সাথে আলাপকালে তারা জানান, সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি শহিদুলস্নাহ মাষ্টার, জেলার নেতা সিরাজ বি এড, আবু নাছের পাটওয়ারী বাচ্চু ু, রনজিত রায় চৌধুরী ও হোসেন পাটওয়ারী। সময় সল্পতার কারণে এবং বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা থাকায় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি অনুরোধে সভা মুলতবি করা হয়েছে। সভায় উপসি’ত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান মো. ইউসুফ গাজী, পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. তোফায়েল আহম্মেদ আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক আহছান উলস্নাহ আখন্দ, অ্যাড.জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান পাটওয়ারী প্রমুখ।
অপরদিকে আগের দিন শুক্রবার রাতে জেলা যুবলীগের সাথে মতবিনিময় সভায় জেলা যুবলীগের সভাপতিমিজানুর রহমান কালু ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিলস্নালের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাইনুল হায়দার চৌধুরী, কাউসার আলম, আব্দুল হান্নান সবুজ, যুগ্ম-সম্পাদক হারুন হাওলাদার, সালাউদ্দিন মোহাম্মদ বাবর, মাহফুজুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক আবু পাটওয়ারী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজী, পৌর যুবলীগের সভাপতি মামুনুর রহমান দোলন, সাধারণ সম্পাদক বজলুর রশিদ বজু মোলস্না প্রমুখ। যুবলীগের সভায় পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন প্রশ্নের সম্মুড়্গিণ হয় বলে জানা যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এ কে এম শাহেদ/ চাঁদপুর