চাঁদপুরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে পুলিশের গুলিতে  বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের হাসানা আলী উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে গণমিছিল বের হয়। শহর প্রদক্ষিণ করে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

এরপর নেতাকর্মীরা পাল্টা হামলা চালায়। এ সময় পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহত দু’জনই বিএনপির কর্মী।

দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ-ছাত্রলীগ এক হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চাঁদপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here