চাঁদপুর শহরের আদর্শ মুসলিম পাড়ায় দেয়াল ধসে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ও ৩ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাসূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভার ড্রেনেজ কাজ কিছুদিন পূর্বে শুরু করা হয়।  রোববার মাটি খনন করতে শ্রমিকরা সকাল থেকেই কাজ শুরু করে। বিকেলে কাজ করাবস্থায় পাটোয়ারী বাড়ি এলাকার একটি বড় দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই শ্রমিক কাদের শেখ (৪০) মারা যায়। তার বাড়ি সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামে। একই ঘটনায় আহত হয় ১০ নং সাখুয়া ইউনিয়নের বহরিয়ার কোটরাবাদ গ্রামের খান বাড়ির মোঃ খলিল খান (৫০), কোড়ালিয়া এলাকার ঢালীবাড়ির আনোয়ার ঢালী (৪০) ও গাজীবাড়ির শহীদ গাজী (৩৫)।

এদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মোঃ খলিল খানের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী জানায়, পৌরসভার ড্রেনেজ কাজের ঠিকাদার নিয়োগ করা হয়েছে অযোগ্য যুবকদের। তারা রাস্তা মেরামত কাজ করাবস্থায় এলাকাবাসীর পক্ষ থেকে নিষেধ করা হয়েছিলো যাতে দেয়াল থেকে দূরত্ব বজায় রেখে অথবা মাটি কাটার পর দেয়ালটি রক্ষার ব্যবস্থা করে।

কিন্তু ঠিকাদার সাগর, রোকন, মাসুদ ও জুয়েল এ ব্যাপারে কোনো ব্যবস্থাই নেয়নি। দুর্ঘটনার পর থেকে ওইসব ঠিকাদার পলাতক রয়েছে। দেয়াল ধসের পর এলাকাবাসী আহতদের ও নিহতকে ভেঙ্গে পড়া দেয়ালের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বিকেলে চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ আদর্শ মুসলিমপাড়ার দেয়াল ধসে পড়ার স্থান পরিদর্শন করেন। তিনি হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এ কে এম শাহেদ/চাঁদপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here