ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেন আর নেই। রোববার সকাল ১১টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার পরিবার জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

দীর্ঘদিন ধরে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। গত ২৩ অক্টোবর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরদিনই তাকে বারডেম হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে তাকে পান্থপথ মোড়ের হেলথ অ্যান্ড হোপ হসপিটালে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই আজ তিনি মৃত্যু বরণ করেন।

শিল্পী হামিদ ১৯২৬ সালের ২১ নভেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

ঢাকা আর্ট কলেজের (বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রথম ব্যাচের ছাত্র ছিলেন তিনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন। সাংস্কৃতিক সংগঠন ছায়ানটেরও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি।

১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রে প্রধান নকশাবিদ হিসেবে যোগ দেন ইমদাদ হোসেন। স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশনের লোগো তারই আঁকা। স্বাধীনতার পর কেন্দ্রীয় শহীদ মিনার পুননির্মাণের সময় তার প্রস্তাবেই শহীদ মিনারের মূল স্তম্ভের পেছনে লাল সূর্যের নকশাটি যোগ করা হয়।

শিল্পকলায় বিশেষ অবদানের জন্য ২০১০ সালে তিনি একুশে পদক লাভ করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here