terrorist1নিউজ ডেস্ক: ২০১৬ সালে বাংলাদেশে আইএস’র দাবি করা হামলাগুলো তুলে ধরে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করেছে আমাক। আইএস’র কথিত নিজস্ব এই বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে জঙ্গিগোষ্ঠীদের তৎপরতা নজরদারি করা মার্কিন সংগঠন সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। খবর-মা,জ,অ  সাইট এক টুইটে বলেছে, ‘আইসিসের আমাক বাংলাদেশে ২০১৬ সালে এখন পর্যন্ত আইসিসের দাবি করা ১১টি হামলা চিহ্নিত করে ইনফোগ্রাফিক প্রকাশ করেছে।’ টুইটের সঙ্গে ইনফোগ্রাফিকটিও প্রকাশ করা হয়েছে।  হামলাগুলো হলো- ২১শে ফেব্রুয়ারি পঞ্চগড়ে এক হিন্দু পুরোহিত হত্যা, ২২ শে মার্চ কুড়িগ্রামে একজন খ্রিষ্টান যাজক হত্যা, ৩০শে এপ্রিল টাঙ্গাইলে একজন হিন্দু হত্যা, ২০শে মে কুষ্টিয়ায় একজন খ্রিস্টান হত্যা, ২৫শে মে রংপুরে একজন হিন্দুকে হত্যা, ৫ই মে রাজশাহীর বোনপাড়ায় একজন খ্রিস্টানকে হত্যা, ৭ই জুন ঝিনাইদহে একজন হিন্দু পুরোহিত হত্যা, ১০ই জুন বোনপাড়ায় একজন হিন্দুকে হত্যা, ১লা জুলাই ঢাকায় বিদেশিসহ ২৪ জনকে হত্যা এবং ১লা জুলাই ঝিনাইদহে একজন হিন্দুকে হত্যা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here