বিনোদন প্রতিনিধি ::
দেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুতে জাতীয় সাংস্কৃতিক জোটের পক্ষে সভাপতি ধীমন বড়ুয়া এবং সাধারণ সম্পাদক হুমায়ন কবীর গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।
এক শোক বার্তায় তারা বলেন, ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান বহু সফল চলচ্চিত্রের নির্মাতা। ‘বিশ্বাস অবিশ্বাস’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এ শক্তিমান নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামানের মতো তারকারা। হালের জনপ্রিয় নায়ক শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন এই বরেণ্য নির্মাতা।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সোহানুর রহমান সোহান টানা দু্ইবার মহাসচিব এবং সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
সোহানুর রহমান সোহানের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বকে হারালো। তাঁর চলে যওয়ায় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গণে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। এই গুণী ব্যক্তির অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সোহানুর রহমান সোহান। তার বয়স হয়েছিল ৬৪ বছর।