ডেস্ক রিপোর্ট:: পরীক্ষার আগে আবাসিক হল খোলার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পাঁচ দফা দাবিসহ স্মারকলিপি দেন তারা।

শিক্ষার্থীদের দাবি সীমিত পরিসরে হল খুলে দিয়ে পরীক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করা।

এসময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, আগামী ১৫ তারিখ থেকে আমাদের পরীক্ষা অথচ আমাদের অনেকেরই এখনো থাকার জায়গার ব্যবস্থা হয়নি। সবার আর্থিক অবস্থাও এক না। আর নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টাও আমাদের দেখতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের হল খুলে দিন।’

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here