চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বুধবার সকালে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে নিহত মাসুদ বিন হাবিব (২৪) হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাবিবুর রহমানের ছেলে।
তার গ্রামের বাড়ি আজমিরীগঞ্জ পৌর এলাকার কুমারহাটি গ্রামে।
ছাত্র শিবির হবিগঞ্জ জেলা শাখার স্কুল কার্যক্রম সম্পাদক আজিজুর রহমান রুবেল জানান, নিহত হাবিব শিক্ষাজীবনে খুবই মেধাবী ছিলেন। আজিজুর রহমান রুবেল আরও জানান, মাসুদ ২০০৬ সালে নরসিংদীর জামেয়া কাসেমীয়া মাদ্রাসা থেকে গোল্ডেন এ পস্নাস পেয়ে আলীম পাশ করেন। তিনি দাখিল পরীক্ষায়ও গোল্ডেন এ পস্নাস পান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ পৌর শাখা শ্রমিক কল্যাণ সভাপতি মীর জমিলুন্নবী ফয়সল জানান, বৃহস্পতিবার দুপুরে নিহত হাবিব বিন মাসুদের লাশ হবিগঞ্জে এসে পৌঁছাবে।
দুপুর ১টায় বানিয়াচং উপজেলা সদরের আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
পরে হাবিব বিন মাসুদের গ্রামের বাড়ি আজমিরীগঞ্জ উপজেলা সদরের কুমারহাটি এলাকায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শায়েল/হবিগঞ্জ