চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কলাভবনে বুধবার ইসলামী ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত ও প্রক্টরসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে সংঘর্ষ শুরুর পর থেকে ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই দল।
দুপুর আড়াইটার দিকে শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগে নবীনবরণের দাওয়াতপত্র বিলি করতে গেলে ছাত্রলীগের নেতারা তাদের বাধা দেন। এতে দুই পক্ষের নেতাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কমপক্ষে ২০ শিক্ষার্থী আহত হন। প্রক্টরসহ আহত ৬ জনকে চট্টগ্রাম কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজনের নাম মুজাহিদ। তিনি প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র ছিলেন। আরেকজন হচ্ছেন ইংরেজি বিভাগের প্রথম বর্ষে ছাত্র মাসুদ বিন হাবিব। তারা দুজনেই ছাত্রশিবিরের কর্মী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিবির-ছাত্রলীগের সংঘর্ষ থামাতে গেলে প্রক্টর ড. নাসিম হাসানকে লক্ষ্য করে একপক্ষ ইট ছুড়ে। এতে মুখে আঘাত পান তিনি। পরে তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
এছাড়া আহত আরো দুই শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।