বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু হয়েছে। আজ সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই রোডমার্চ শুরু হয়। এর আগে সিলেট, উত্তরাঞ্চল ও খুলনা অভিমুখে একই দাবিতে রোডমার্চ করা হয়।
সকাল ১০টা ২০ মিনিটে খালেদা জিয়া রোডমার্চের উদ্দেশে তাঁর বাসভবন থেকে বের হন। এরপর তিনি গুলশানে চেয়ারপারসনের কার্যালয় হয়ে নয়াপল্টনে আসেন। তবে তিনি গাড়ি থেকে নামেননি। এসময় তাঁকে দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী ফুল দিয়ে স্বাগত জানান।
এবারের রোডমার্চে ঢাকা থেকে প্রায় চার হাজার গাড়ির বহর এবং প্রায় দুই হাজার গাড়ি বিভিন্ন স্থান থেকে রোডমার্চে যুক্ত হবে।
এবারের রোডমার্চে খরচ হচ্ছে কমপক্ষে ১০ কোটি টাকা গাড়িভাড়া, সমাবেশে আগতদের আসা-যাওয়া, খাওয়ার খরচ, হোটেল ভাড়া, মঞ্চ, তোরণ ও ব্যানারের পেছনে এই খরচ হচ্ছে বলে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার