চট্টগ্রাম-বাশঁখালি সড়কের পশ্চিম পটিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি আটো রিক্সার মধ্যে সংর্ঘষে ৩ জনসহ চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪ জন মারা গেছে। আজ রোববার সকাল ৮টা এবং ১০টার দিকে পৃথক এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নাম পরিচয় জানাগেছে তারা হলো বাশঁখালী উপজেলার বাসিন্দা মধ্যপ্রাচ্য প্রবাসী মাহামুদুল ইসলাম (৩৪) ও তার চাচাতো ভাই মনিরুল ইসলাম (৩২)।

ঘটনাস্থল থেকে এলাকার ইউপি সদস্য মোহামদ হারুণ জানান, সকাল ১০টার দিকে পটিয়া উপজেলার ঈদগাঁ ষ্টেশন এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর বেলা পৌনে ১১টার দিকে মারা যায় আরো ২ জন।

পটিয়া প্রতিনিধি জানায়, বাশঁখালী থেকে চট্টগ্রাম শহরমুখি সিএনজি অনটেষ্ট একটি অটোরিক্সা সকাল ১০টায় পিআইবি সড়কের পশ্চিম পটিয়া ঈদগাঁ এলাকায় পৌছলে অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত নামা (৩৫) মারা যায়।

চমেক পুলিশ ফাড়িঁর ইনচার্জ জহিরুল ইসলাম জানান, আহত ৩ জনকে হাসপাতালে আনার পর মনিরুল ইসলাম ও মাহমুদুল ইসলাম নামে দু’জন মারা যায়। আহতবস্থায় জামাল নামে একজন চিকিৎসাধীন আছে।

এদিকে সকাল ৮টার দিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় বাস চাপা পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। তার নাম নেপাল সাহা (৪৫)। নিহত নেপাল সাহা চান্দগাঁও থানাধীন মুরালিপাড়া এলাকার জনৈক রমেশ সাহার পুত্র বলে পুলিশ জানায়।
চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ জানান, রোববার সকালে পুরাতন চান্দগাঁও থানার সামনে রাস্তা পার সময় একটি দ্রুতগামী সিটি বাস নেপাল সাহাকে ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বাস চালক গাড়িটি সেখানে ফেলে পালিয়ে যায়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চট্রগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here