চট্টগ্রামে পাহাড়তলীর কর্ণেলহাট এলাকায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন।
জানা যায়, সকাল সাড়ে ৮টায় কয়েকজন গার্মেন্টস কর্মী রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে তিনজন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন।
এসময় দ্রুত গতিতে আসা সিটি স্পেশাল সার্ভিসের ৭ নম্বর রুটের একটি বাস আকস্মিকভাবে তাদের চাপা দিলে দু’গার্মেন্টস কর্মী ঘটনাস্থলেই মারা যায়।
আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের নাম, পরিচয় পাওয়া যায়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চট্রগ্রাম