ডেস্ক রিপোর্ট::  চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে দিকে উপজেলার পৌরসভা এলাকার উত্তরে ইয়াকুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় বগি রেখে ইঞ্জিনটি প্রায় ৫০০ গজের মতো চলে যায়। পরবর্তীতে চালক টের পেয়ে ইঞ্জিন থামান। খবর পেয়ে রেলওয়ের লোকজন ঘটনাস্থলে পৌঁছে। এরপর চট্টগ্রাম থেকে একটি বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। সেটি দিয়ে বিকেল ৫টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় বিকল্প পথে ঢাকা-চট্রগ্রাম রুটে ট্রেন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, পৌরসভার উত্তরে ইয়াকুব নগরে ১৪টি বগি রেখে ট্রেনের ইঞ্জিন চলে যায়। চট্টগ্রাম থেকে পুনরায় ইঞ্জিন আনা হয়। এরপর বগিগুলো উদ্ধার করে সীতাকুণ্ড স্টেশনে আনা হয়। পরবর্তীতে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ক্লিপ ছিঁড়ে যাওয়া ইঞ্জিনটি উদ্ধার করে সীতাকুণ্ড স্টেশনে রাখা হয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনার পর বিচ্ছিন্ন বগিগুলো ইঞ্জিনের সাহায্যে টেনে এনে ফের জুড়ে দিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। উদ্ধার কাজ করা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ট্রেনটি আটকা ছিল। তবে বিকল্প পথে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here