ডেস্ক রিপোর্ট::  চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে অপরিণত অবস্থায় গর্ভপাত করা দুটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। গর্ভপাতের পর ডাস্টবিনে ভ্রূণ দুটি ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদের আপন নিবাসের গেটের সামনের ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ভ্রূণ দুটি উদ্ধার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ‘নাসিরাবাদ এলাকার একটি ডাস্টবিনে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রূণ দুটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কে বা কারা এগুলো ফেলে গেছে এখনও জানা যায়নি। আমরা এগুলোকে ভ্রণ বলছি, কারণ সেগুলোতে কানসহ শরীরের অন্য অংশগুলো তৈরি হয়নি।’

তিনি বলেন, ভ্রূণ দুটি অপরিণত অবস্থায় থাকায় লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়নি। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে সেগুলোর বয়স নিশ্চিত করে বলা যাবে।

এর আগে গত ২৬ এপ্রিল চট্টগ্রামের বহদ্দারহাটে সড়কের আইল্যান্ড থেকে এক অপূর্ণাঙ্গ শিশুর মরদেহ উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here