প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে নওগাঁ থেকে আসা একটি চালবাহী ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ থেকে চাল বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। ট্রাকটি মহাসড়কের জোরারগঞ্জে সোনাপাহাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ট্রাকের ওপরে থাকা নওগাঁর আত্রাই উপজেলার ৬ জন ও বগুড়ার আদমদিঘির একজন ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটিতে মোট ১১ জন যাত্রী ছিলো।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ জোরারগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।