স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম নগরীর মোটেল সৈকত হোটেলের হলরুমে শনিবার (২৬ মে) রামগতি-কমলনগর উপজেলা সমিতি, চট্টগ্রাম -এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।
বিশেষ অতিথি ছিলেন জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি সহ- সম্পাদক আব্দুজ্জাহের সাজু ।
রামগতি-কমলনগর উপজেলা সমিতি, চট্টগ্রাম -এর সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবদুস সহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. আবদুল বাতেন বিপ্লবের পরিচালনায় ইফতার অনুষ্ঠানের আহবায়ক মো: মিজানুর রহমান, সদস্য সচিব এম. জি. সরওয়ারসহ বিশিষ্টজনরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক চট্টগ্রামস্থ রামগতি-কমলনগরবাসী উপস্থিত ছিলেন।