কালাম আজাদ, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর কোরবানিয়া ঘোনা গ্রামে পুলিশের উপসি’তিতে ৬০/৭০টি বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। রোববার বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, কোরবানিয়া ঘোনা গ্রামের কিছু জায়গা নিয়ে পাশের বান্দরবান জেলার আজিজ নগর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছে। চেয়ারম্যান নাজমুল পার্বত্য এলাকার কিছু জায়গা বন্দোবস- নিয়ে কক্সবাজার জেলার হারবাং ইউনিয়নের ওই গ্রামের দখল নেয়ার চেষ্টা করছেন।
শনিবার বিকেলে চেয়ারম্যান নাজমুল ইসলামের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল লোক জায়গা দখলে নিতে গামের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
রোববার বিকেলে লামা থানার পুলিশ নিয়ে এসে চেয়ারম্যান নাজমুল ইসলামের লোকজন আবারো ওই গ্রামে হামলা চালায়। এতে বেশ কয়েকজন মহিলা ও শিশু আহত হয়।
পরে হারবাং ফাঁড়ির পুলিশ ও স’ানীয় চেয়ারম্যান-মেম্বারেরা ঘটনাস’লে এলে নাজমুল চেয়ারম্যান দলবল নিয়ে চলে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্তমানে গ্রামের থমথমে অবস’া বিরাজ করছে।
হারবাং ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন বাবর জানান, ওই গ্রামের একশ একরের বেশি পাহাড়ি ভূমি দখলে নিয়ে আজিজ নগরের ইউপি চেয়ারম্যান মরিয়া হয়ে উঠেছে। এ কারণে হামলা চালানো হয়।