ঘোড়াঘাট থানা পুলিশ ছাত্রীবেশে যাত্রী সেজে ফেন্সিডিল বহণ করার সময় আছিয়া (৪০)ও রূপালী (৩০) নামের দুই মহিলা ফেন্সিডিল পাচারকারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

সকাল সাড়ে ১০টায় সাব-ইন্সপেক্টর মতিউর রহমান ঘোড়াঘাট  ৪ মাথা বাস স্ট্যান্ডে দিনাজপুর  থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসে তল্লাসীকালে বই, খাতা ও কলমসহ ছাত্রীবেশে ২ জনের শরীরে ফিটিং ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে । গ্রেফতারকৃত আছিয়া নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী ও রূপালী একই গ্রামের মৃত, হাফিজুর রহমানের স্ত্রী ।

ইউনাইটেডন নিউজ ২৪ ডট কম/গোলাম মাহবুবুর রহমান/হিলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here