শাহাবুদ্দিন পাননা, আমতলী (বরগুনা) প্রতিনিধি :: সুপার সাইক্লোন আম্ফানের ছোবলে বুধবার রাতে আমতলীতে ১৮শ’ ৯৩টি কাঁচা ঘর আংশিক বিধস্ত হয়েছে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। এতে ৭ হাজার ৫শ’ ৭২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া অর্ধশতাধিক পানের বরজ, রবি মৌসুমে কৃষকের উৎপাদিত বাদাম, মিষ্টি আলু, মরিচ, শাক সবজিসহ কোটি টাকা মূল্যের ফসল বিনষ্ট হয়েছে। দমকা বাতাসের ছোবলে উপড়ে পড়েছে কয়েক হাজার গাছ পালা।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন জানান, আমতলীতে নগদ ৫ লক্ষ ১০ হাজার টাকা এবং ৪১ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। চাল এবং টাকা চেয়ারম্যান এবং পৌর মেয়রের মাধ্যমে আম্ফানে ক্ষতিগ্রস্তদের তালিকা করে বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here