স্টাফ রিপোর্টার :: বেসরকারী সংস্থা ’ঘাসফুল’ এর প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ এর ৪র্থ মৃত্যুবাষির্কী উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়িস্থ ঘাসফুল পরাণ রহমান স্কুলে এক চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
দুইটি গ্রুপে বিভক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিষয় থাকবে উম্মুক্ত। প্রতিযোগীতায় ‘ক’ বিভাগে অংশগ্রহণ করবে শিশুশ্রেণি থেকে ২য়শ্রেণি এবং ‘খ’ বিভাগে ৩য়শ্রেণি থেকে ৫মশ্রেণি। প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারীদের কাগজ সরবরাহ করা হবে। প্রতিযোগীদের রং, তুলি ও বোর্ড সঙ্গে আনতে হবে।
আগ্রহীদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান হতে নির্দ্দিষ্ট আবেদনপত্র সংগ্রহের অনুরোধ জানানো হচ্ছে। আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১২ ফেব্রুয়ারি।