ঘাসফুলের উদ্যোগে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

স্টাফ রিপোর্টার :: গত ০৫ আগস্ট ‘শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাসফুল কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে পশ্চিম মাদারবাড়িস্থ ঘাসফুলের স্থায়ী ক্লিনিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপত্বি করেন ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অন্তর্ভূক্তিকরণ বিভাগ ও কমউনিটি হেলথ প্রোগ্রামের ফোকাল পার্সন সহকারী পরিচালক মো: তাজুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাসফুলের মেডিকেল অফিসার ডা. ফাতেমা ইসলাম। এ সময় তিনি বলেন, মায়ের শালদুধ নবজাতক শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রতিষেধক হিসেবে কাজ করে। এই দুধ পান করালে শিশু সহজে রোগাক্রান্ত হবে না। তিনি সকল মা এবং নতুন মাকে শিশু ও নবজাতককে মায়ের বুকের দুধ পান করানোর জন্য অনুরোধ করেন এবং পরিবারের সকলকে মায়েদেরকে উৎসাহিত এবং সচেতন করার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন ঘাসফুল কমউনিটি হেলথ প্রোগ্রামের ইনচার্জ আতিকুল ইসলাম এবং শাখা পর্যায়ের কর্মকর্তাসহ ঘাসফুলের উপকারভোগী সদস্যবৃন্দ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here