ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচি’র আওতায় গত ২৯ আগস্ট থেকে আজ ০১ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনব্যাপী চট্টগ্রাম জেলার পটিয়া ও আনোয়ারা উপজেলার ১৪টি স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির ও সামাজিক ক্লাবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল এর উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সহায়তায় এবারে মোট ১০০০০ (দশ হাজার) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পটিয়া সরকারি কলেজ, পটিয়া ছনহরা মাদ্রাসা, কেলিশহর উচ্চ বিদ্যালয়, দক্ষিণভূর্ষি-কেচিয়াপাড়া কল্লোল সাংস্কৃতিক সংঘ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণ মন্দির। আনোয়ারাতে ছিলো ভরাচর বেড়ি বাঁধ, ফারুকিয়া মাদ্রাসা, পশ্চিম বরুমচড়া সানসাইন সমাজকল্যাণ ছাত্রসংঘ, শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়, এ জেড উচ্চ বিদ্যালয়, বরুমচড়া শতদল নওজোয়ান উন্নয়ন ক্লাব, আমাদের ক্লাব, ব্রাদার্স ইউনিটি।
বৃক্ষরোপণ কার্যক্রমের পূর্বে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার আনোয়ারা প্রতিনিধি অ.ভ্র.ম মোরশেদ, সংশ্লিষ্ট স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ, মন্দিরের পুরোহিত, ক্লাবসমূহের প্রতিনিধিগণ, স্থানীয় ইউপি মেম্বারগণ এবং ঘাসফুল মাইক্রোফিন্যান্স বিভাগের সহকারী পরিচালক মোঃ শামসুল হক ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামুনুর রশীদ। এছাড়াও বৃক্ষরোপণে এলাকাভিত্তিক অংশ নেন ঘাসফুলের শাখা ব্যবস্থাপক মশলিউর রহমান পারভেজ, মো: আনিস, সুপারভাইজার মেজবাহউদ্দিন, এসএস রাজীব দে ও আশীষ দে প্রমুখ।
এসময় ঘাসফুল প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচি’র আওতায়গত জুলাইমাসেও চট্টগ্রাম মহানগরী, হাটহাজারী, মিরসরাই, পটিয়া ও আনোয়ারাতে ৮০০০ (আটহাজার) গাছের চারাবিতরণ করা হয়। চলতি বছরে ঘাসফুল চট্টগ্রামে দুই দফায় মোট ১৮,০০০ (আঠারো) হাজার গাছের চারাবিতরণ করে।
তারা আরো বলেন, পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষায় ১৯৯৭ সাল থেকে ঘাসফুল প্রতিবছর দেশের বিভিন্ন
শহর ও গ্রামাঞ্চলে স্থানীয় ইউনিয়ন পরিষদ, ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজায়নে কাজ করছে।