টাঙ্গাইলের ঘাটাইলে বৃহস্পতিবার রাতে দুই ভূয়া ডিবি পুলিশকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃতরা হলো শহিদ সালাহ্ উদ্দিন সেনানিবাসের এসটি ব্যাটালিয়ানের সৈনিক সাইফুল ইসলাম (৪৫) ও ঘাটাইলের গৌরাঙ্গী গ্রামের সোনা মিঞা (৪০)। সৈনিক সাইফুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ফতেপুর গ্রামের ডা: নূর মোহাম্মদ সরদারের ছেলে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ বেশে ঐ দুই ব্যক্তি ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী গ্রামে যায়। সেখানে তারা ভাড়ায় চালিত মোটর সাইকেলর চালক মাসুদের নিকট ২০ হাজার টাকা দাবী করে। এ সময় তাদেরকে সন্দেহ হলে এলাকাবাসী তাদের নিকট পরিচয় পত্র দেখতে চায়। তা তার দেখাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে তারা দৌড়ে পালাতে চেষ্টা করলে এলাকাবাসীকে তাদেরকে হাতে নাতে ধরে ফেল। পরে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই তাদেরকে শহীদ সালাহ্ উদ্দিন সেনানিবাসে হস্তান্তর করা হয়।
ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল