স্টাফ রিপোর্টার :: শ্রেষ্ঠ একুশ মনীষী বইটি শুধু সাধারণ কোনো কবিতা পাঠের গ্রন্থ নয়। এই বইটি শিক্ষার্থী, পরীক্ষার্থী, আবৃত্তি শিল্পীদের জন্য অতি গুরুত্বপূর্ণ এক গ্রন্থ-সম্পদ।

শুধু তাই নয়, এ বইয়ের কবিতায় কবিতায় বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের জীবনী ছুঁয়ে নিজেকেও ইচ্ছে করবে নতুন স্বপ্নে নিজেকে আবিষ্কার করার, সৃষ্টিশীল হওয়ার।

আর বিশ্বকবি থেকে শুরু করে জাতীয় কবি ও শেখ মুজিব সহ বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের জন্ম মৃত্যু বার্ষিকীতে মনের মাধুরি দিয়ে কবিতা আবৃত্তি করে মহান দিবস গুলো চমৎকার ভাবে উৎযাপন করা সুন্দর সুযোগ। হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান চারটি ধর্মের আছে অজানা অনেক কিছু, যা উৎসব হয়ে উঠতে পারে পরিপূর্ণ প্রানবন্ত।

বিসিএস, প্রাইমারী কিংবা কোনো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে সাহিত্য ও বিজ্ঞান থেকে যা প্রশ্ন আসে, এই বই কবিতা পাঠের মাঝেই অনেক কিছু জানা সম্ভব।

আপনি নিজে সৃষ্টিশীল হউন, আপনার আপনজন চোখের মনিকেও গুণীজনের মতো গুণীজন করে তুলুন শ্রেষ্ঠ একুশ মনীষী ‘পাঠের মাধ্যমে। বইটি সংগ্রহ করুন জাতীয় বইমেলা থেকে, দাঁড়িকমার ৬৯৮ স্টল হতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here