ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ওলামালীগের সভাপতি ডৌহাখোলা ইউনিয়নের বাসিন্দা মৃত একরামের পুত্র কাজী জানে আলম জেহাদীকে(৪৫)  শনিবার ভোররাতে ছুরিকাঘাতের পর জবাই করে হত্যা করেছে দুষকৃতকারীরা। গৌরীপুর থানা পুলিশ আজ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে । ময়মনসিংহের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ওসি দীপক মজুমদার নিহতের স্ত্রী হালিমার বরাদ দিয়ে জানান, গতরাত ১১ টার দিকে একদল সন্ত্রাসী জানে আলমের কলাদিয়া বাড়ি থেকে হিরণছনখিলা গ্রামের আবু সিদ্দিকের ছেলে আজিজুলের বিয়ে পড়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, গলাকাটা লাশের বুকে ও নাভির নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস/মযমনসিংহ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here