বরিশালের গৌরনদী থেকে অপহৃতা কলেজ ছাত্রীকে আটদিন পর পুলিশ ঢাকার কচুক্ষেত এলাকা থেকে উদ্ধার করেছে। বুধবার দুপুরে অপহৃতার জবানবন্দি ও ডাক্তারী পরীক্ষার জন্য বরিশালে প্রেরন করা হয়েছে।
গৌরনদী থানার এস.আই আনোয়ার হোসেন জানান, উপজেলার বাটাজোর ইউনিয়নের বছার গ্রামের ইউসুফ আলী সরদারের কন্যা ও মাহিলাড়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ডালিয়া আক্তার (১৬)।
৩০ জানুয়ারি সকাল দশটার দিকে ডালিয়া নিজ বাড়ি থেকে কলেজে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে একই গ্রামের সোবাহান সরদারের পুত্র রায়হান সরদারের (৩০) নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসযোগে ডালিয়াকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার পিতা ইউসুফ আলী সরদার বাদি হয়ে গৌরনদী থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গৌরনদী থানার এস.আই আনোয়ার হোসেন একদল পুলিশ নিয়ে ঢাকার কাফরুল থানা পুলিশের সহায়তায় পুরান কচুক্ষেত এলাকায় অভিযান চালায়।
একপর্যায়ে ওই এলাকার রায়হানের বাসা থেকে অপহৃত কলেজ ছাত্রী ডালিয়াকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা পালিয়ে যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল