নিখোঁজ হওয়ার তিনদিন পর বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদী থেকে ভাসমান অবস্থায় গতকাল বুধবার সকালে থানা পুলিশ পঞ্চম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল কালাম জানান, কালকিনি উপজেলার উত্তর চরআইরকান্দি গ্রামের সাত্তার খানের পুত্র ও পঞ্চম শ্রেনীর ছাত্র শাহ আলম ওরফে বাবু খান (১২)। গত তিনদিন পূর্বে বাবু রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। গতকাল বুধবার সকালে গৌরনদীর পালরদী নদীর টরকী জাইল্লাবাড়ির সন্নিকটে স্থানীয়রা বাবুর ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয়ার পর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কালকিনি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here