শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি ভবন উদ্বোধন করেন। ভবন উদ্বোধন উপলক্ষে গোসাইরহাট পৌরসভা বাসস্ট্যান্ডে আলোচনা সভার আয়োজন করা হয়।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছগির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুর হাকিম, শরীয়তপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ আহমেদ, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ ছাত্তার খান, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাহজাহান, ও গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ আকন।