
“স্বাধীনতা আমার”
-ডাঃ গোলাম রহমান ব্রাইট
.
স্বাধীনতা আমার,
গণতন্ত্রের হাসি মাখা জীবনের গান
স্বাধীনতা আমার,
লাখো শহীদের তাজা রক্তেমাখা প্রাণ
স্বাধীনতা আমার,
বিশ্বমানচিত্রে নতুন মাথা গোঁজার ঠাঁই
স্বাধীনতা আমার,
মুক্তিকামী মানুষের স্বপ্নবিলাস হবে তাই
স্বাধীনতা আমার,
স্লোগান মুখর উজ্জ্বল তম অধ্যায়ের শুরু
স্বাধীনতা আমার,
ঝড়ো সংলাপে বলিষ্ঠ ভাষণে প্রকম্পিত ভ্রু
স্বাধীনতা আমার,
হাহাকার মুক্ত জ্বলজ্বলে প্রাণবন্ত একটি প্রভাত
স্বাধীনতা আমার,
বেদনায় অঙ্কুরিত এক রাতের অবসান, আর নয় হাভাত
স্বাধীনতা আমার,
স্লোগানে স্লোগানে মুখরিত সুখের স্বপ্নে বিভোর
স্বাধীনতা আমার,
মুক্ত বাতাসে গাওয়া গান প্রাণখুলে বাহুডোর
স্বাধীনতা আমার,
খাঁচা ভাঙা বাঘের রুদ্ধশ্বাসে ছুটে চলা ধরা
স্বাধীনতা আমার,
অবাধে উড়ে চলা বিহঙ্গের নিশ্চিন্ত মাতোয়ারা
স্বাধীনতা আমার,
মুক্তকণ্ঠে জাগরণী গানে বিরহে প্রাণ পারা
স্বাধীনতা আমার,
চির অমর বাঙালির জেগে ওঠা– নিদ হারা
স্বাধীনতা আমার,
স্রোতস্বিনীর হৃদয়ে রক্তিম আভায় অস্তাচলের বাসন
স্বাধীনতা আমার,
বাঙালির উৎকণ্ঠা আর হতাশার চিরতরে নির্বাসন
স্বাধীনতা আমার,
উচ্চ দামে ক্রয়কৃত সম্ভ্রম, মুক্তির কীর্তি গাঁথা
স্বাধীনতা আমার,
বৃদ্ধা জননীর অপেক্ষমাণ পথের বাঁকে প্রলাপের ব্যথা
স্বাধীনতা আমার,
সম্ভ্রম হারা মায়ের অযাচিত প্রতীক্ষার প্রতিটি প্রহর
স্বাধীনতা আমার,
অর্ধমৃত পৃথিবীতে স্বতঃস্ফূর্ত প্রাণ সঞ্চার
স্বাধীনতা আমার,
রক্ত প্লাবিত স্বকীয় সত্তায় উন্মুক্ত পিঞ্জর
স্বাধীনতা আমার,
নির্বিকার যত শকুন দলের দুঃশাসন স্থবির
স্বাধীনতা আমার,
স্বতন্ত্র ভূখন্ডে চির ভাস্বর পতাকা উড়া পতপত
স্বাধীনতা আমার,
শতসহস্র বহতা নদীর রক্ত স্রোতে স্নাত রাজপথ
স্বাধীনতা আমার,া
অনন্ত অসীম গর্বিত মনোভাবে অদৃশ্য এক তান
স্বাধীনতা আমার,
সমস্বরে জপা শিকল ভাঙ্গার অবিনাশী গান
স্বাধীনতা আমার,
দণ্ডিত মানবতার বিবেকের জানালায় ম্লান হওয়া শশী
স্বাধীনতা আমার,
গ্লানি ভেদ করে বেদনাশ্রু মিশ্রিত এক চিলতে হাসি
স্বাধীনতা আমার,
নয়মাস পর ভূমিষ্ট শিশুর আনন্দাশ্রু বহে ধীর
স্বাধীনতা আমার,
দৃপ্ত পায়ে দাঁড়িয়ে অধিকারের কথা বলা বীর।
.
২৮/০৩/২০২০
নাবিহা ফ্যাশন হাউস
ফরিদপুর, জহুরনগর, কালিগঞ্জ, সাতক্ষীরা।