মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়ার প্রয়োজন নেই বলে মত দিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল মজিদ ভূঁইয়া আজ জানিয়েছেন, এ সংক্রান্ত প্রতিবেদন কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হবে। গত ১১ই জানুয়ারি ট্র্যাইবুনাল গোলাম আযমের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ওই দিনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়ার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। ওইদিন তাৎণিকভাবে তার স্বাস্থ্য পরীার পর চিকিৎসকরা সাংবাদিকদের জানিয়েছিলেন, ৮৯ বছর বয়সী গোলাম আযমের মূত্রনালীর কিছু সমস্যা আছে, যা এই বয়সে হয়েই থাকে। তবে সার্বিকভাবে তিনি সুস্থ রয়েছেন। তারপরও মেডিসিন বিভাগের প্রধান এবিএম আব্দুলাহকে প্রধান করে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় গোলাম আযমের স্বাস্থ্য পরীার জন্য।