স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, সময় হলে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত নেতা গোলাম আজমকেও গ্রেপ্তার করা হবে। ট্রাইব্যুনালের তদন্তে যুদ্ধাপরাধী হিসাবে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় কক্সবাজারে সরকারি ও দলীয় সফর শেষে ঢাকার ফেরার আগে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন যুদ্বাপরাধী হিসাবে যারা চিহ্নিত হয়েছে তাদের সবাই গ্রেপ্তার হয়েছেন।’

গোলাম আজম কেন গ্রেপ্তার হচ্ছেন না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপেক্ষা করুন, গোলাম আজমও গ্রেপ্তার হবে।’

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে অপর এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকারীদের আইনের আওতায় আসতে হবে। লোকমান হত্যাকারী যেই হোকনা কেন তাকে গ্রেপ্তার করা হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here